আমাদের দেশে এখন চলছে বর্ষাকাল। সাধারণত এই সময় আমাদের দেশে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। গত কয়েকদিন ধরে হচ্ছেও তাই। আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনও টিপটিপ আবার কখনও মুষলধারে। তবে আজ দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ রোববার (৪ জুলাই) সকাল ৭টার দিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসের তথ্য জানাতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আফতাব আহম্মেদ এসব তথ্য জানান। তিনি বলেন, সকাল ৭টা পর্যন্ত ঢাকায় এক মি.মি. বৃষ্টি হয়েছে। এরপর বৃষ্টির মাত্রা বেড়েছে। দুপুর পর্যন্ত মেঘলা আকাশসহ বৃষ্টি থাকতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে। এ কারণে আগামী ৫ দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন