চাঁদপুরের হাজীগঞ্জে নোংরা পরিবেশে খাবার তৈরী ও খাদ্যের প্যাকেটের গায়ে মূল্য ও মেয়াদের তারিখ না থাকায় দুইটি বেকারীর মালিককে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।
তিনি জানান, হাজীগঞ্জ পৌরসভার বিশ্বরোড সংলগ্ন এলাকায় দুটি বেকারিতে অপরিষ্কার এবং ডেট প্রাইস না থাকায় চিটাগং বেকারিকে ১০ হাজার টাকা এবং শাহজালাল বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানে জরিমানা সর্বমোট ২০ হাজার টাকা।
অপরদিকে ২১ ডিসেম্বর চাঁদপুর শহরের মিশন রোড এলাকার নাভানা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ ঔষুধ এবং রিএজেন্ট পাওয়ায় উক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন