দেশের নাম শুধুমাত্র ভারত রেখে ইন্ডিয়া শব্দটি বাদ দেওয়া নিয়ে চর্চা, আলাপ-আলোচনা চলছে পূর্ণমাত্রায়। যদিও এ নিয়ে এখন পর্যন্ত কিছু স্পষ্ট করা হয়নি সরকারিভাবে। তবে ইন্ডিয়ার বদলে যদি ভারত নাম করতে হয়, সেক্ষেত্রে এই নাম পরিবর্তনের জন্য খরচ হতে পারে ১৪ হাজার ৩৪ কোটি রুপি। ইন্ডিয়ার নাম পরিবর্তনে সব মিলিয়ে খরচ পড়বে ১৪ হাজার ৩৪ কোটি রুপি।
দক্ষিণ আফ্রিকার বুদ্ধিবৃত্তিক সম্পত্তি সংক্রান্ত আইনজীবী ও ব্লগার ড্যারেন অলিভিয়ের মডেলের মাধ্যমেই সামনে এসেছে এই হিসাব। বৃহৎ সংস্থা বা কোম্পানিগুলো যেভাবে নাম পরিবর্তন করে ‘রিব্র্যান্ডিং’ করে, তেমনভাবেই দেশের নাম পরিবর্তনের বিষয়টি তুলনা করা হয়েছে। সাধারণত, বিপণনের জন্য গড় আয়ের ৬ শতাংশ কোনো বৃহৎ সংস্থার খরচ হয়।
আর ‘রিব্র্যান্ডিং’ করতে খরচ হয় সেই বিপণন বাজেটের সর্বোচ্চ ১০ শতাংশ। ২০২২-২৩ অর্থবর্ষে রাজস্ব বাবদ ভারতের রাজকোষে অর্থ এসেছে ২৩.৮৪ লাখ কোটি রুটি। এই পরিমাণকে ব্যবহার করে অলিভিয়ের মডেল ইন্ডিয়ার নাম বদলের খরচ সংক্রান্ত তথ্য জানিয়েছে। আউটলুক ইন্ডিয়া।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন