ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ (১৭ আগস্ট) শনিবার ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটের তৃতীয় সংস্করণে ভার্চুয়াল বক্তৃতায় একথা বলেন তিনি।
এসময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গ্লোবাল সাউথের সামনে থাকা জরুরি সমস্যার ওপর আলোকপাত করেন। বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তন নিয়ে কথা বলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
উন্নয়নের সবকিছুতে যুবকদের অংশগ্রহনের উপর জোর দেন শান্তিতে নোবেল বিজয়ী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর অধ্যাপক মুহাম্মদ ইউনূস এর প্রথম আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন