তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে আগুন নিয়ে না খেলতে হুঁশিয়ারি দিয়েছে চীন। তাইওয়ানের কর্মকর্তাদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের সাক্ষাতের বিধিনিষেধ আরও সহজ করায় এই হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। মঙ্গলবার (১৩ এপ্রিল) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান ওয়াশিংটনকে অবিলম্বে তাইওয়ানের সঙ্গে সরকারি যোগাযোগ বন্ধ করে দেওয়ার তাগিদ দিয়ে বিষয়টি সতর্কতার সঙ্গে মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানকে নিজেদের একটি প্রদেশ হিসেবে বিবেচনা করে চীন। তবে গণতান্ত্রিক তাইওয়ান নিজেকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে থাকে। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তাইওয়ানের কর্মকর্তাদের যোগাযোগের ওপর বিধিনিষেধ খানিকটা শিথিল করে দিয়েছে। এরই কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছেন চীনা মুখপাত্র।
চীনা মুখপাত্র ঝাও লিজিয়ান তাইওয়ানের স্বাধীনতাকামীদের কাছে যুক্তরাষ্ট্রকে ভুল বার্তা না পাঠানোর আহ্বান জানিয়ে সতর্ক করে বলেন, এতে চীন-মার্কিন সম্পর্ক এবং তাইওয়ান উপত্যকায় শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট হতে পারে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন