নিয়ামতপুরে জনসচেতনতামূলক অভিযান পরিচালনা ও মাস্ক বিতরণ

নিয়ামতপুরে জনসচেতনতামূলক অভিযান পরিচালনা ও মাস্ক বিতরণ

করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় সরকার ক‌ঠোর লকডাউনের সিদ্ধান্ত নি‌য়ে‌ছেন। করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসক, পুলিশ, সশস্ত্র বাহিনীর পাশাপাশি সারা দেশের মাঠে প্রশাসনের কর্মকর্তারা ঝুঁকি নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছেন। লকডাউনের মধ্যে পালনের জন্য বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এই নির্দেশনা সাধারণ মানুষের জানাতে ও মানাতে পাঠে নেমেছে প্রশাসন।

 লকডাউন মানাতে কঠোর অবস্থানে উপ‌জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। এর ধারাবাহিকতায় আজ ১৬ এপ্রিল দুপুরে বাহাদুরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক অভিযান পরিচালনা ও মাস্ক বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নীলুফা সরকার। সার্বিক সহযোগিতা করেছেন নিয়ামতপুর থানার পুলিশ সদস্যবৃন্দ।

মন্তব্যসমূহ (০)


Lost Password