ভারতের রাজধানী দিল্লি থেকে হংকং যাওয়া একটি ফ্লাইটের অন্তত ৪৯ যাত্রীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
হংকংয়ের যেসব যাত্রীর করোনা শনাক্ত হয়েছে তারা সবাই ভারতীয় বিমান সংস্থা ভিসতারা’র একটি ফ্লাইটে করে গত ৪ এপ্রিল সেখানে যান। এই ঘটনা সামনে আসার পরই সোমবার থেকে ভারত, পাকিস্তান এবং ফিলিপাইন থেকে যাওয়া সব ধরনের ফ্লাইট নিষিদ্ধ করেছে সেখানকার কর্তৃপক্ষ। এই দেশগুলোকে উচ্চ ঝুঁকির দেশ ঘোষণা করেছে তারা।
ভারতে করোনা সংক্রমণ মারাত্মক রুপ নিয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে। বাধ্য হয়ে দেশটির সরকার আবারও লকডাউন আরোপ শুরু করেছে। সোমবার থেকে রাজধানী দিল্লিতে শুরু হয়েছে রাত্রীকালীন কারফিউ। হংকংয়ে পৌঁছানোর পর যাত্রীদের বাধ্যতামূলকভাবে তিন সপ্তাহের কোয়ারেন্টিনে থাকতে হয়। কোয়ারেন্টিন থেকে বেরিয়ে যাওয়ার ৭২ ঘণ্টা আগে সবারই করোনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষাতেই এক ফ্লাইটের ৪৯ যাত্রীর করোনা শনাক্ত হয়।
সুত্রঃ টাইমস অব ইন্ডিয়া
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন