সারাদেশে করোনায় শনাক্তের হার বাড়লো

সারাদেশে করোনায় শনাক্তের হার বাড়লো

অদ্য ২৮ আগস্ট (শনিবার) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় করোনায় গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৮০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ হাজার ৯২৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত বিজ্ঞপ্তি অনুসারে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ২৪ হাজার ৬৫২টি এর মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৪৩৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৮৯ হাজার ৫৮৯ জনে। এর ফলে শনাক্তের হার ১৩.৬৭ শতাংশ। গতকালও শনাক্তের হার ছিলো ১২ শতাংশের ঘরে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন চার হাজার ৮৬১ জন।

উল্লেখ্য, সরকার বর্তমানে বিধিনিষেধ উঠিয়ে নিয়ে টিকাদান কর্মসূচির উপর জোর দিচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password