গাড়ির বিশেষ নম্বর পেতে ১৭ লাখ রুপি খরচ

গাড়ির বিশেষ নম্বর পেতে ১৭ লাখ রুপি খরচ

বিনোদন ডেস্ক : ভারতীয় শোবিজ তারকাদের জীবন-যাপন বেশ অসাধারণ। কখনো বাড়ি কখনো গাড়ি কিনে খবরের শিরোনাম হন তারা। এই যেমন কিছুদিন আগে ৪ কোটি রুপি খরচ করে বিশ্বখ্যাত কোম্পানি মার্সিডিজের মাইবাখ জিএএস৬০০ মডেলের কাস্টমাইজড গাড়ি কেনেন অভিনেতা রামচরণ। এর আগে তার সহঅভিনেতা জুনিয়র এনটিআর কেনেন ল্যাম্বরগিনি উরুস গ্রাফাইট ক্যাপসুল।

তবে গাড়ি কেনা নয় জুনিয়র এনটিআর শিরোনাম হয়েছেন গাড়ির নাম্বার পেতে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, দক্ষিণী এ সুপারস্টার তার গাড়ির নাম্বার প্লেটের পছন্দের জন্য মোটা অঙ্কের অর্থ দিয়েছেন। কলামিস্ট, লেখক, ক্রীড়া ও রাজনৈতিক বিশ্লেষক ভারতীয় মনবালা বিজয়বালনের টুইট পোস্ট থেকে জানা গেছে, জুনিয়র এনটিআর তার ল্যাম্বরগিনি উরুস গ্রাফাইট ক্যাপসুলের জন্য ৯৯৯৯ নম্বর চাইছেন। এবং এর জন্য তিনি ১৭ লাখ রুপি খরচ করছেন। ইতোমধ্যে খাইরাতাবাদ আরটিও অফিসে বিশেষ নম্বরের জন্য অর্থ জমা করে দিয়েছেন জুনিয়র এনটিআর।

এ তথ্য যদি সঠিক হয়ে থাকে তবে, ল্যাম্বরগিনি উরুস গ্রাফাইট ক্যাপসুলের রেজিস্ট্রেশনের জন্য এনটিআরকে মোট খরচ করতে হচ্ছে ৪৫ লাখ ৫২ হাজার ৯২১ রুপি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এনটিআর ছাড়াও আরও দুজন সর্বোচ্চ মূল্যে দুটি নম্বর কিনেছেন। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

শুধু উরুসই নয় জুনিয়র এনটিআর’র সংগ্রহে আছে ১ কোটি ৬৪ লাখ রুপির পোরশে ক্যামান, ৩৫ লাখ রুপির স্কোডা সুপারব, ত কোটি ৮৮ লাখ রুপির রেঞ্জ রোভার, প্রায় ৭৮ লাখ রুপির অডি কিউসেভেন, ৮৯ লাখ রুপির মার্সিডিজ বেঞ্জ জিএলএস ৩৫০ডি এবং ১ কোটি ৩৫ লাখ রুপির বিএমডব্লিইউ ৭২০ডি।

মন্তব্যসমূহ (০)


Lost Password