আজ ২৮ রমজান। কাল বাদে পরশু হতে পারে ঈদ। বেশিরভাগ কলকারখানা, অফিস-আদালত ছুটি হয়েছে আজ। লক ডাউন থাকলেও তা মানছে না কেউ। দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও যে যা পাচ্ছে তাতেই উঠে পড়ছে।
গাজীপুরের বেশিরভাগ গার্মেন্টস কারখানাগুলো ছুটি ঘোষণা করেছে আজ। গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে ঢাকা-ময়মনসিংহ রাস্তার সবখানেই রাস্তার দু-পাশে দাঁড়িয়ে বাস বা যানবাহনের জন্য অপেক্ষমান থাকতে দেখা গেছে অনেককে।
তাছাড়া, বাড়িতে যেতেই হবে, এই প্রতিজ্ঞা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন তারা। যানবাহন পাবে কি পাবে না, সে নিয়ে চিন্তা না করেই রাস্তায় বেরিয়েছেন অধিকাংশ মানুষ। তবে লক্ষ একটাই, বাড়ি যেতেই হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন