সিংহের শরীরে মিললো ডেল্টা ভ্যারিয়েন্ট

সিংহের শরীরে মিললো ডেল্টা ভ্যারিয়েন্ট

করোনায় লণ্ডবন্ড ভারত দেশটির এমন কোন স্থান নেই যেখানে পৌঁছেনি করোনার থাবা। বিশ্বে করোনা আক্রান্তরা যেইসব ভ্যারিয়েন্ট নিয়ে আক্রান্ত হয় তার চেয়ে ভিন্ন ভ্যারিয়েন্ট নিয়ে আক্রান্ত হয় ভারতীয়রা। এবার করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট চার সিংহের শরীরে মিলেছে। ভারতের তামিলনাড়ুর আরিগনার আন্না জুলজিকাল পার্কের সিংহগুলোর শরীরে এই ভ্যারিয়েন্টের সন্ধান মেলে।

চিড়িয়াখানার কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (১৮ জুন) করোনা আক্রান্ত সিংহের নমুনা পরীক্ষা করতেই তাদের শরীরে ডেল্টা  ভ্যারিয়েন্টের সন্ধান মেলে।

কলকাতা২৪ এর খবরে বলা হয়েছে, ১১টি সিংহের নমুনা ভোপালের আইসিএআর-এনআইএইচএসএডি-তে পাঠানো হয়েছিল। ৩ জুন সংস্থাটি জানায়, নয়টি সিংহের শরীরে থাবা বসিয়েছে করোনা। এরপর আরও একটি পরীক্ষা করা হয়। পরীক্ষায় নয় সিংহের মধ্যে চার সিংহের শরীরে রয়েছে ডেল্টা ভ্য়ারিয়েন্টের সন্ধান মিলেছে।

উল্লেখ্য, এর আগেই করোনার জেরে ওই চিড়িয়াখানার দুটি সিংহের মৃত্যু ঘটে।

মন্তব্যসমূহ (০)


Lost Password