১৮/০৭/২০২১ খ্রিঃ তারিখে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ট্রাফিক বিভাগ, সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক সিলেট মহানগরীর যানজট নিরসন, নগরবাসীর জনদূর্ভোগ লাগব ও সড়কের প্রতিবন্ধকতা অপসারনের লক্ষ্যে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ফয়সল মাহমুদ এর সভাপতিত্বে অদ্য ১৮/০৭/২০২১খ্রিঃ তারিখ উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, জনাব জ্যোতির্ময় সরকার, পিপিএম, অতিঃ উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), এসএমপি, সিলেট, জনাব আশিদুর রহমান, সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক), এসএমপি, সিলেট ও টিআই বৃন্দ। উক্ত সভায় টিআইগন স্ব-স্ব দায়িত্বাধীন এলাকায় যানজট নিরসনে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। তৎপ্রেক্ষিতে সড়কের প্রতিবন্ধকতা অপসারণ এবং যানজট নিরসনে মহানগরের ব্যস্ততম সড়ক সমূহকে ০৫ (পাঁচ) টি ভাগে ভাগ করা হয়।
সড়ক সমূহঃ
১ নং সড়কঃ সুরমা পয়েন্ট - মধুবন পয়েন্ট - জিন্দাবাজার - চৌহাট্টা - আম্বরখানা পয়েন্ট পর্যন্ত।
২ নং সড়কঃ মেন্দিবাগ - সুবহানীঘাট - নাইওরপুল - কুমাড়পাড়া - নয়াসড়ক - জেলরোড পর্যন্ত।
৩ নং সড়কঃ সুরমা পয়েন্ট - তালতলা - জিতুমিয়া পয়েন্ট - লামা বাজার - রিকাবীবাজার - ওসমানী মেডিকেল - নবাব রোড পর্যন্ত।
৪ নং সড়কঃ রোজ ভিউ পয়েন্ট - শিবগঞ্জ - নাইওরপুল - মিরাবাজার - টিলাগড় - ইসলামপুর বাজার পর্যন্ত।
৫ নং সড়কঃ আম্বরখানা - সুবিদবাজার - পাঠানটুলা - মদিনামার্কেট - কুমাড়গাঁও পর্যন্ত।
প্রত্যেক সড়কে ০২ (দুই) টি করে Quick Response Team (QRT) রাস্তার প্রতিবন্ধকতা অপসারণে কাজ করবে। প্রত্যেক টিমে একজন সার্জেন্ট ও একজন কনস্টেবল দায়িত্ব পালন করবে। সভাপতির বক্তব্যে ডিসি (ট্রাফিক) জনাব ফয়সল মাহমুদ ট্রাফিক বিভাগে কর্মরত সকল সদস্যকে সরকারী বিধিমালা ও স্বাস্থ্যবিধি প্রতিপালন করে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন। মহানগরীর ব্যস্ততম সড়ক সমূহে মোতায়েনকৃত QRT কে রাস্তার প্রতিবন্ধকতা ও ওভারটেকিং প্রতিরোধে কাজ করার নির্দেশ প্রদান করেন। ট্রাফিক বিভাগে কর্মরত সকলকে আন্তিরকতা, দক্ষতা, সততা ও সহযোগিতামূলক মানষিকতা নিয়ে দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেন।
আসন্ন ঈদ-উল-আযহায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে নগরবাসীকে সড়ক পরিবহন আইন ২০১৮ মেনে চলার ও ট্রাফিক বিভাগকে সহযোগিতার জন্য আহব্বান করেন। ট্রাফিক সংশ্লিষ্ট যে কোন বিষয়ে উক্ত নাম্বারে ০১৯৬৬-৬০৬৬৩৬ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য নগরবাসীকে আহব্বান করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন