শেরপুরের শ্রীবরদী উপজেলার বটতলা ছনকান্দা গ্রামে ১১ বছরের লালন মিয়া দেখতে গিয়েছিল গাছ কাটা। বাড়িতে আর ফিরতে পারেনি। সেখানেই একটি গাছচাপায় প্রাণ হারিয়েছে সে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
লালনের ভাই সাজু মিয়া জানান, সকালে ছনকান্দা গ্রামের আলাল মিয়ার বিভিন্ন কাঠের গাছ কাটা হচ্ছিল। ওই সময় তার ভাই কাছে দাঁড়িয়ে গাছ কাটা দেখছিল। হঠাৎ একটি গাছ লালনের ওপর পড়লে মাথা, ঘাড়সহ বিভিন্ন জায়গায় আঘাত পেয়ে গুরুতর আহত হয় সে।
স্থানীয়রা উদ্ধার করে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালনের মা ফরিদা বেগম জানান, এটা একটা দুর্ঘটনা, তাই তিনি কোনো অভিযোগ দেবেন না। এ জন্য ময়নাতদন্ত ছাড়াই ছেলের মরদেহ দাফন করার অনুমতি চেয়ে আবেদন করেছেন।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। লালনের মা ও স্বজনরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের আবেদন করেছেন। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন