সিলেটের জকিগঞ্জে ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কার।

সিলেটের জকিগঞ্জে ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কার।

নতুন গ্যাসক্ষেত্র পাওয়া গেছে সিলেটের জকিগঞ্জে। আশা করা হচ্ছে, এটি থেকে প্রতিদিন এক কোটি ঘনফুট গ্যাস তোলা যাবেএটি দেশের ২৮তম গ্যাসক্ষেত্র। ধারণা করা হচ্ছে, এখানে মোট ৬ হাজার ৮০০ কোটি ঘনফুট (৬৮ বিসিএফ) গ্যাস আছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোরেশন কোম্পানি (বাপেক্স) গ্যাসক্ষেত্রটি আবিষ্কার করেছে।

জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে গত সোমবার (০৯ আগস্ট) আয়োজিত ওয়েবিনারে নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, নতুন গ্যাসক্ষেত্রে যে পরিমাণ গ্যাস পাওয়া যাবে, তার বর্তমান দাম ১ হাজার ২৭৬ কোটি টাকা।

এখানে খুব দ্রুতই ত্রিমাত্রিক জরিপ চালানো হবে। এছাড়া এখানে আরও তিনটি অনুসন্ধান কূপ খননের পরিকল্পনা আছে। এরপর ক্ষেত্রটিতে গ্যাসের মজুত সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান বলেন, জ্বালানি বহুমুখীকরণে অবশ্যই জোর দিতে হবে। জীবাশ্ম জ্বালানি একসময় শেষ হবেই। তাই নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দেওয়া লাগবেই।

মন্তব্যসমূহ (০)


Lost Password