মহামারী করো ভাইরাস বিশ্বের সব কিছু স্থগিত এর পাশাপাশি প্রান যাচ্ছে প্রতিনিয়ত। সংক্রমণ কমাতে সচেতন মহলের বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন ভাবে সহযোগিতা করছে। কেউ করছে ত্রাণ দিয়ে, কেউ সচেতন, আবার কেউ বা মাস্ক বিতরণ।
নওগাঁর পত্নীতলায় মহামারী করোনা ভাইরাস এর কবল থেকে জনগণকে রক্ষা করতে জনসচেতনতা মূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ করেন উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা।
বুধবার (৯ জুন) দুপুর থেকে নজিপুর বাসস্ট্যান্ডের বিভিন্ন মার্কেট, ফুটপাত ও রাস্তায় সাধারণ জনগণের মাস্ক বিতরণ ও জনসচেতনা করতে দেখা যায়।
মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা জানান, মহামারি করোনা ভাইরাস দিন দিন আমাদের দেশে ভয়ংকর আকার ধারণ করছে। এর কবল থেকে রক্ষা পাবার একমাত্র উপায় হলো জনসচেতনা বৃদ্ধি করা। এই লক্ষকে সামনে রেখে আমি গতকাল থেকে জন সচেতনার পাশাপাশি এক হাজার মাস্ক বিতরণ করেছি যা আগামী দিনগুলোতে অব্যহত থাকবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন