নওগাঁ পত্নীতলায় প্রধানমন্ত্রী কতৃক এককালীন অনুদানের চেক বিতরণ

নওগাঁ পত্নীতলায় প্রধানমন্ত্রী কতৃক  এককালীন অনুদানের চেক বিতরণ

নওগাঁ জেলার পত্নীতলায় সোমবার (২৪মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অফিসের আয়োজনে এলাকার ক্যান্সার লিভার কিডনী স্ট্রোক প্যারালাইজড জন্মগত হ্নদরোগে আক্রান্ত ব্যাক্তিদের মধ্যে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়।

উপজেলা নিবার্হী অফিসার মোঃ লিটন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন  বিদ্যুৎ জালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এম পি।

এ সময় সহাকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা, উপজেলা আওয়ামীলীগ এর ভারপাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা ,নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, আদিবাসী নেতা সুধীর তির্কী প্রমূখ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবা অফিসার সুলতান আহম্মেদ। 

বিভিন্ন রোগে অসুস্থ  ১৫ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। প্রধান অতিথি চেক বিতরণ এর পর ক্ষুদ্র নৃ- গোষ্টির গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ককরেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password