আজ ৮ আগষ্ট, রবিবার সিলেটে ট্রাফিক বিভাগে কর্মরত সকল অফিসার ফোর্সদের মধ্যে Respiratory Exerciser Respirometer (রেসপিরেটরি এক্সারসাইজার রেসপিরোমিটার) বিতরণ করেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ফয়সল মাহমুদ।
করোনা ভাইরাস বা অনান্য ব্যাধিতে ফুসফুস আক্রান্ত হলে অনেক বেশি শারীরিক ক্ষতির সম্মুখীন হতে হয়। এক্ষেত্রে জীবন বিপন্নও হতে পারে, তাই ফুসফুস সজিব, সতেজ ও সবল রাখার উদ্দেশ্যে আজ সিলেট মেট্রোপলিটন ট্রাফিক বিভাগে কর্মরত সকল সদস্যদের মাঝে Respiratory Exerciser Respirometer বিতরণ করা হয়। প্রথম পর্যায়ে ট্রাফিক বিভাগে কর্মরত প্রায় ২৪০ অফিসার, ফোর্স ও সিভিল কর্মচারীদের মাঝে উক্ত Respiratory Exerciser Respirometer বিতরণ করা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন