মৃত্যুর মিছিল দেখে ডাক্তারের আত্মহত্যা

মৃত্যুর মিছিল দেখে ডাক্তারের আত্মহত্যা

দিল্লির একটি বেসরকারি হাসপাতালের করোনা ওয়ার্ডের এক চিকিৎসক আত্মহত্যা করেছেন। চোখের সামনে রোগীর আহাজারি স্বজনদের আকুতি ও কান্না এবং একের পর এক রোগীর মৃত্যুর কারণে বিবেক রায় নামের ওই চিকিৎসক আত্মহত্যা করেন বলে ধারণা সতীর্থদের।

অনবরত মানুষের মৃত্যু স্বজনদের আহাজারি আপনজনকে বাঁচানোর জন্য করুণ আর্তনাদ। এমন পরিস্থিতিতে হতাশা আর বিষন্নতা পেয়ে বসেছে চিকিৎসকদেরও। দিল্লির এক বেসরকারি হাসপাতালে ৩৬ বছরের এক চিকিৎসক বিবেক রায়। এক মাস ধরে কোভিড ওয়ার্ডে চোখের সামনে দেখেছেন হাজারো রোগীর মৃত্যু।

বিবেকের বিবেক নাড়া দেয় প্রতিটি মৃত্যু তীব্র মানসিক যন্ত্রণার উপশম ঘটাতে নিজে বেঁছে নেন আত্মহত্যার পথ। বিবেক রায়ের স্ত্রী দুই মাসের অন্তঃসত্ত্বা। মৃত্যুর পর তার কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে তদন্তে নেমেছে পুলিশ। তরুণ চিকিৎসকের মৃত্যুর জন্য অপবিজ্ঞান অপরাধ নীতি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত না পারা দুর্বল প্রশাসনকে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষ দিয়েছেন আই এম এর সাবেক প্রধান ডা. রবি ওয়ানখেদকর।

মন্তব্যসমূহ (০)


Lost Password