একদিকে হাসপাতালের ছাদে দাউ দাউ করে আগুন জ্বলছে আর অন্যদিকে চলছে রোগীর অপারেশন। অবাক কাণ্ড হলেও এমনই ঘটনা ঘটেছে রাশিয়ার একটি হাসপাতালে।
বিবিসি’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, রাশিয়ার উত্তরপ্রান্তের শহর ব্লাগোভেশচেনস্ক-এর এক হাসপাতাল ভবনের ছাদে আগুন লাগলে তা দ্রুতই ছড়িয়ে পড়ে। সে সময় একদিকে অগ্নিনির্বাপক কর্মীরা ব্যস্ত ছিলেন দাউ দাউ করে জ্বলা সেই আগুন নেভাতে। অপরদিকে সার্জনরা ব্যস্ত ছিলেন এক রোগীর ওপেন হার্ট সার্জারি সম্পন্ন করতে। পুরো হাসপাতালের রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও শান্ত থেকে সার্জারি শেষ করেই বের হলেন চিকিৎসকরা।
অগ্নিকাণ্ডের এই ঘটনায় হাসপাতালটি থেকে ১২০ জনেরও বেশি রোগীকে সরিয়ে নেয়া হয়েছে। আর সার্জারি সম্পন্ন হওয়ার পর ওই রোগীকেও সরিয়ে নেয়া হয় নিরাপদ স্থানে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ড শুরু হলে প্রধান সার্জন ভ্যালেন্টিন ফিলাটভ তার দলকে বলেন, যে কোনো মূল্যে এই রোগীকে আমাদের বাঁচাতেই হবে। তার জন্য যেকোনো কিছুই করব। দুই ঘণ্টা ধরে চলমান ওই অপারেশনে ৮ জন ডাক্তারসহ বেশ কয়েকজন নার্সও উপস্থিত ছিলেন।
ছাদে আগুন লাগায় নিচতলায় ওই অপারেশন থিয়েটারে অনেকটা নির্বিঘ্নেই অপারেশন সম্পন্ন করতে সক্ষম হন ডাক্তাররা। তবে ধোঁয়া ছড়িয়ে পড়েছিল অপারেশন থিয়েটারেও। বৈদ্যুতিক সংযোগও বন্ধ হয়ে গিয়েছিল। সেসময় জরুরী বৈদ্যুতিক সংযোগ চালু করে ফ্যান চালিয়ে ধোঁয়া বের করে দেয়া হয়।
সুত্রঃ বিবিসি
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন