নরসিংদী প্রতিবেদক : নরসিংদীর মাদক কারবারি আবু সালেহ মুছাকে (৩২) গ্রেফতার করা হয়েছে। বুধবার ২৩ ফেব্রুয়ারি সকালে গোপন খবরের ভিত্তিতে নরসিংদী জেলার পলাশে দড়িহাওলাপাড়া থেকে এক অভিযান পরিচালনা করে অবৈধ মাদকসহ তাকে গ্রেফতার করা হয়।
বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌহিদুল মবিন খান। তিনি আরো জানান, বুধবার ২৩ ফেব্রুয়ারি গ্রেফতারকৃত মাদক কারবারি আবু সালেহ মুছা নরসিংদী জেলার পলাশের দড়িহাওলাপাড়া গ্রামেমমতাজ উদ্দিনের ছেলে।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ১২ কেজি গাঁজা, ১টি মোবাইল ও নগদ ১ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ নরসিংদী ও আশেপাশের বিভিন্ন স্থানে অবৈধ্যভাবে মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিল, গোয়েন্দা নজরদিরীর মাধ্যমে আসামির অবস্থান নিশ্চিত হয়ে র্যাব-১১, হাতেনাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আরো জানান, গ্রেফতার কৃত আবু সালেহ মুছার বিরুদ্ধে পলাশ থানায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন