মেঘনায় গাজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মেঘনায় গাজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মেঘনা উপজেলায় যে হারে বাড়ছে মাদক বেচাকেনা তার অধিক হারে বাড়ছে মেঘনা থানা কর্তৃক মাদকের সাথে জড়িতদের ধরার অভিযান। মেঘনা থানার অফিসার ইনচার্জ( ওসি) আব্দুল মজিদের সারাশি অভিযানে একের পর এক ধরা পরছে মেঘনায় ছড়িয়ে ছিটে থাকা মাদক ব্যবসায়ীরা। 

বৃহস্পতিবার (১২ আগস্ট কুমিল্লা জেলার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়ন এর বড় নয়াগাঁও মুন্সি বাড়ি হইতে সন্ধ্যা ৭টার দিকে এসআই  আহমেদ মোরশেদ, এসআই  মোশাররফ হোসেন, এসআই  সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ মাদক ব্যবসায়ী  মোঃ রুহুল আমিন  (৬৪) পিতা মৃত মোঃ আঃ মজিদ মুন্সি কে ৬ ফুট ৫ ইঞ্চি একটি গাঁজা গাছ  ও  ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।

মেঘনা থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ গনমাধ্যমকে কে এই বিষয়ে নিশ্চিত করেছেন।


আঃ মজিদ জানান, মাদক ব্যবসায়ী রুহুল আমিন লোক চোখের অন্তরালে দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা করে  আসছে।এক গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই।

তিনি আরও জানায়,এলাকাবাসী আমাদেরকে  জানায় যে অভিযুক্ত রুহুল আমিন  দীর্ঘ দিন  যাবৎ মাদক সেবন ও মাদকের ব্যবসা করে আসছে। আমরা  মাদক মুক্ত সমাজ গড়তে এর প্রতিকার চাই।তার পরিপেক্ষিতে আমরা তার বিষয়ে নানা তথ্য সংগ্রহ করে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করি।গ্রেফতারকৃত রুহুল আমিন এর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password