উৎসবমুখর পরিবেশে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান, গানে গানে ছাত্রদের ক্লাস শুরু

উৎসবমুখর পরিবেশে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান, গানে গানে ছাত্রদের ক্লাস শুরু

নরসিংদী প্রতিবেদক : বৈশ্বিক করোনা সংক্রামণের কারনে দীর্ঘ ৫৪৩ দিন বন্ধ থাকার পর আজ ১২ সেপ্টেম্বর রবিবার নরসিংদীতে উৎসবমুখর পরিবেশে খুলেছে সব শিক্ষা প্রতিষ্ঠান, গানে গানে ছাত্র ছাত্রীদের ক্লাস শুরু। বিভিন্ন স্কুল কলেজ ঘুরে দেখা গেছে, কোভিড -১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনে শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশে শ্রেণী কার্যক্রমে স্বাগত জানানো হয়েছে।

প্রতিটি শিক্ষায়তন নানা রঙের বেলুন দিয়ে সাজানো হয়েছে শ্রেণী কক্ষ ও গেট বারান্দা চত্বর। শিক্ষার্থিদেরকে ফুলে ফুলে বরন করা হচ্ছে। জেলার পলাশ উপজেলার পলাশ সদর মডেল স্কুল, নূর-মহসিন গার্লস স্কুল এন্ড কলেজ, ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়সহ অনান্য প্রাথমিক বিদ্যালয়গুলোও বর্নিলসাজে শিক্ষার্থিদের বরন করেছে। পলাশ সদর স্কুলে সকালে পরিদর্শন করেছেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ফারহানা চৌধুরী।


কথা হয় প্রধান শিক্ষক বরুন চন্দ্র দাসের সাথে তিনি বলেন, আমাদের স্কুল আনন্দঘণ পরিবেশে ছাত্রদের ফুলের শুভেচ্ছায় বরন করেছি। এতোদিন পরে বিদ্যালয় খোলায় আজ উৎসবের আমেজ বইছে। এসময় স্কুল পরিচালনা কমিটির সদস্য ছাড়াও বহুসংখ্যক অবিভাবকের উপস্হিতি লক্ষ করা গেছে। ঘোড়াশালে সিনিয়র শিক্ষক মোমেন মাস্টার জানান, পাঠদান বন্ধ থাকার পর শিক্ষার্থীদের পদচারনায় আবারও মুখরিত প্রিয় শিক্ষাঙ্গন ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়।

শিক্ষগণও হয়ে পড়েছেন কর্মচঞ্চল। আনন্দঘন পরিবেশে শিক্ষা দিচ্ছেন স্বাস্থ্যবিধি সহ নানা সচেতনতা মূলক বিষয়। পরিপূর্ণ স্বাস্থ্য বিধি ও সরকারী নির্দেশনা মেনে শুরু হয়েছে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম। এদিকে শিবপুর, মনোহরদী, রায়পুরা, মাদবধী ও নরসিংদী সদরের স্কুল কলেজেও উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ক্লাসে ক্লাসে শিক্ষাপাট শুরুর খবর পাওয়া গেছে।

রবিবার সকালে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের ৯নং মানিকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেনী কক্ষে প্রবেশের পূর্বে মাস্ক পড়িয়ে দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আসাদুজ্জামান আসাদ।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুমা বেগম, সহকারী শিক্ষক শিলা রায় ও কুলসুম বেগম। সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের শ্রেণী প্রবেশ ও বসানো হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password