নরসিংদীর পলাশে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার উদ্যোগে কর্মহীন ও দু:স্থদের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়েছে। এ উপলক্ষে ৩ মে সোমবার বিকেলে পলাশ বাসস্ট্যান্ডে আয়োজিত এই কর্মসুচীতে এলেকার গরীব, দু:স্থ ও কর্মহীনদের মাঝে ঈদুল ফতরের দিনে একেকটি পরিবার যাতে ছেলেমেয়ে নিয়ে দু' বেলা খেতে পারে, তা পেকেট করে বিতরন করা হয়।
একেকজনের জন্য প্রতিটি ব্যাগে চিনাগুড়া চাল ১ কেজি, আতপ চাল ২ কেজি, চিনি ১ কেজি, সেমাই ১ পেকেট, গুড়াদুধ ১ পেকট এবং বাচ্চাদের জন্য নুডুলস ১ পেকেট দেওয়া হয়। এসময় মানবাধিকার সংস্থার সদস্যবৃন্দ আগামীতে ব্যাপক ভাবে অভাবীও কর্মহীনদের মাঝে সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দেন।
এসময় উপস্থিত ছিলেন আহব্বায়ক কমিটির আহব্বায়ক আমজাদ হোসেন শাহীন, সদস্য সচিব আব্দুল সালাম, শাহ্ বোরহান মেহেদী, মোবারক হোসেন, মিনার খাঁন, প্রভাষক মেজবাহ্ উদ্দিন ভুইয়া, কামাল হোসেন প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন