শিয়ালের জন্য বৈদ্যুতিক ফাঁদ, বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

শিয়ালের জন্য বৈদ্যুতিক ফাঁদ, বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু
শেয়াল মারতে মুরগির খামারে বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ পাতা হয়। সেই ফাঁদে শিয়াল ধরা না পড়লেও বিদ্যুতায়িত হয়ে এক শিশু মারা গেছে। রবিবার বিকেলে সিরাজগঞ্জের কাজীপুরে ওই শিশুর মরদেহ দেখতে পান স্থানীয়রা। সাকিবুল ইসলাম (৬) নামের শিশুটি উপজেলার কবিহার উত্তরপাড়া গ্রামের রঞ্জু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরপাড়া গ্রামে রহিম বক্সের ছেলে রুবেল মিয়া রাস্তার পাশেই মুরগির খামার করেছেন। খামারের পাশ দিয়ে বয়ে যাওয়া হাই ভোল্টেজ তার থেকে অবৈধ সংযোগ নিয়ে খামারে শেয়াল মারতে ফাঁদ পাতেন তিনি। স্টিলের তৈরি জালে বিদ্যুৎ সংযোগ দেয়া হতো প্রতিদিন। অনেক আগে থেকেই এই কাজ করতেন ওই খামারি।

রবিবার সকালে বড়শি দিয়ে মাছ ধরার জন্য বোলতার বাসা সংগ্রহ করতে বাড়ী থেকে বের হয় সাকিবুল।  তবে অনেকক্ষণ পরও সে বাড়ি ফেরেনি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেলে স্থানীয়রা বিদ্যুৎ সংযোগ দেয়া জালে আটকে পড়া শিশুটির মরদেহ দেখতে পান।

স্থানীয়রা আরো জানান, এ ঘটনার পর থেকে খামারে অবৈধ ওই বিদ্যুৎ সংযোগ খুলে রেখেছেন ওই খামারি।

কাজীপুর পল্লী বিদ্যুৎ অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুল্লাহ আল আমিন জানান, সংযোগটি অবৈধ হয়ে থাকলে খোঁজ নিয়ে ওই খামারির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password