আবারো ভেঙে পড়ল ইলন মাস্কের রকেট

আবারো ভেঙে পড়ল ইলন মাস্কের রকেট

পরীক্ষামূলক উড্ডয়নের পর আবারো ভেঙে পড়েছে ইলন মাস্কের এস১১ প্রটোটাইপ রকেট।যুক্তরাষ্ট্রের দক্ষিণ টেক্সাস থেকে স্থানীয় সময় মঙ্গলবার সকালে পরীক্ষামূলক রকেটটি উড্ডয়ন করা হয়। এর কয়েক মিনিট পর রকেটের ক্যামেরা বন্ধ হয়ে যায়। তারপর ভিডিওতে দেখা যায় স্পেসশিপের অংশ মাটিতে পড়ছে। বিস্ফোরণের শব্দও শুনতে পাওয়া যায়।  খবর-ডয়েচে ভেলের।

এ নিয়ে মোট চার দফায় পরীক্ষামূলক উড্ডয়নের সময় ভেঙে পড়লো ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স নির্মিত রকেটটি।নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টার দিকে উড্ডয়নের পর ৫ মিনিট ৪৯ সেকেন্ডের মধ্যেই তা বিস্ফোরণের পর ভূমিতে ফিরে আসে। 

রকেট বিস্ফোরণের পর ইলন মাস্ক টুইটে বলেছেন, রকেটটি ওঠার সময় দুই নম্বর ইঞ্জিনে গণ্ডগোল দেখা দেয়। নামার সময় অপারেটিং চেম্বারের প্রেসার যতটা থাকার কথা তা ছিল না। তত্ত্বগতভাবে এটি হওয়া উচিত ছিল না। ভেঙে পড়া টুকরোগুলো পরীক্ষা করে কারণ বোঝা যাবে।

এর আগে ইলন মাস্ক বলেছিলেন, ২০৩০ সালের অনেক আগেই তার স্টারশিপ মঙ্গলে পৌঁছাবে। তার পরিকল্পনা হলো, স্টারশিপকে সুপার হেভি রকেটে করে পাঠানো। সেই রকেট পুনর্ব্যবহারযোগ্য হবে। তা হবে ৩৯৪ ফিট লম্বা।

মন্তব্যসমূহ (০)


Lost Password