ভারতে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

ভারতে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ ফাইল ছবি
ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২২। শুক্রবার (২৭ আগস্ট) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২ ফ্লাইটটি ওমানের মাস্কাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল।

ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮ বিমানটির পাইলোটের হৃদরোগে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে। তারা জানান, বিমানটির মাঝামাঝি সময়ে পাইলট হৃদরোগে আক্রান্ত হওয়ার পর নাগপুরে জরুরি অবতরণ করে। বিমানটি রায়পুরের কাছে ছিল এবং জরুরি অবতরণের জন্য কলকাতা এটিসির সাথে যোগাযোগ করেছিল। তবে দেশীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফ্লাইটটি ঘুরে নাগপুরে অবতরণ করে।

কলকাতা এটিসি, পাইলটদের সাথে যোগাযোগ করলে, নাগপুরের নিকটতম বিমানবন্দরে জরুরি অবতরণের পরামর্শ দেয়। বিমানবন্দর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিমানের ফ্লাইটটি ওমান যায়। সেখান থেকে স্থানীয় সময় মধ্যরাত ২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা থাকলেও ফ্লাইটটি ভোর সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। তবে ভারতের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় ফ্লাইটটি ঢাকার দিকে না এসে নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ফ্লাইটে কতজন যাত্রী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি, তবে সবাই অক্ষত ও নিরাপদ আছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password