প্রধানমন্ত্রী সরকারিভাবে বিনামূল্যে সকল জনগনকে টিকার আওতায় আনার ঘোষনা দিলে এইবার বাড়ি বাড়ি যেয়ে টিকা বিক্রির অভিযোগ উঠেছে এক ইপিআই পোর্টার (ভ্যাকসিন বাহক) এর বিরুদ্ধে। অভিযোগের অনুসন্ধানে প্রাথমিকভাবে ইপিআই পোর্টার (ভ্যাকসিন বাহক) টাকার বিনিময়ে নানা বাড়িতে গিয়ে প্রায় ৩১ পিস চীন থেকে আমদানিকৃত সিনোফার্ম করোনার টিকা দিয়েছে বলে সত্যতা পাওয়া যায়। উক্ত অভিযোগের ভিত্তিতে ইপিআই পোর্টারকে (ভ্যাকসিন বাহক) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত ইপিআই পোর্টারের নাম জাকির হোসেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। তিনি বলেন, এ বিষয়ে প্রমাণ পেয়েছে গঠিত তদন্ত কমিটি। এই প্রমাণের ভিত্তিতে তাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে সিভিল সার্জন বলেন, সরকার জনগনকে বিনামুল্যে টিকা দিলেও অসৎ কর্মচারীর টিকা বিক্রির এমন ঘটনা সত্যই দুঃখজনক। বিষয়টি জানার পরই আমি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেই। কমিটির সেই রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর সাথে আর কেউ জড়িত আছে কিনা তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে। জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন