মাগুরায় ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের নামে চেক ডিজঅনারের মামলা হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে মাগুরার সদর আমলি আদালতে এ মামলা করেন শহরের ভায়না এলাকার বাসিন্দা হাবিবুর রহমান। আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল ইসলাম বাদীর জবানবন্দি গ্রহণ শেষে বিকেল ৫টার পর আসামিদের প্রতি সমন জারি করেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল জানান, হাবিবুর রহমান ১৩ ফেব্রুয়ারি একটি মটরসাইকেল কেনার জন্য নগদের মাধ্যমে ইভ্যালি কোম্পানিতে টাকা জমা দেন। ইভ্যালি কোম্পানির নিয়মনুযায়ী টাকা জমা দেয়ার ৪৫ দিনের মধ্যে পণ্য দেওয়ার কথা ছিল। কিন্তু তারা তাদের শর্ত ভংগ করে।
পরবর্তীতে আসামিরা তাদের পণ্য কম থাকায় বাদীকে ১ লাখ ৮০ হাজার টাকার একটি চেক পাঠায়। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ অপর্যাপ্ত তহবিল কারনে চেকটি ফেরত দেয়। পরে টাকা পরিশোধের জন্য আসামিদের কাছে আইনী নোটিশ দিলেও তারা কোন টাকা ফেরত দেয়নি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন