চরফ্যাশন চরকুকরি মুকরিতে ধরা পড়ল বিলুপ্ত প্রায় ওলিভ রিডলি প্রজাতির কচ্ছপ ও ইরাবতী প্রজাতির ডলফিন

চরফ্যাশন চরকুকরি মুকরিতে ধরা পড়ল বিলুপ্ত প্রায় ওলিভ রিডলি প্রজাতির কচ্ছপ ও  ইরাবতী প্রজাতির ডলফিন

ভোলার চরফ্যাসন উপজেলার চর কুকরি-মুকরির জেলেদের জালে ধরা পড়ে কচ্ছপ ও ডলফিনটি। এক জেলে জানান কচ্ছপটির ওজন প্রায় ৩০কেজি ও ডলফিনটির ওজন প্রায় ৯০কেজি। মঙ্গলবার (২৪ মে) সকালে সাগর থেকে মাছ ধরে ফেরার পথে হাতিয়ার নিঝুম দ্বীপ থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে গভীর সমুদ্রে এগুলো ধরা পড়ে।

মঙ্গলবার সকালের দিকে জেলেরা সমুদ্র থেকে ফিরে আসার সময় ট্রলারের সঙ্গে থাকা জালে ৩০কেজি ওজনের একটি কচ্ছপ ও প্রায় ৯০কেজি ওজনের একটি ডলফিন আটকে যায়। জাল টেনে ওঠানোর সময় দুটিকেই জীবিত উদ্ধার করেন ওয়ার্ল্ড ফিসের প্রশিক্ষণপ্রাপ্ত জেলে এনায়েত হোসেন। পরবর্তীতে তারা কচ্ছপ ও ডলফিনটিকে সমুদ্রে অবমুক্ত করে দেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password