মাধবপুরে টাকায় মেলে বিদেশগামীদের করোনা টিকার ভুয়া সনদ

মাধবপুরে টাকায় মেলে বিদেশগামীদের করোনা টিকার ভুয়া সনদ

হবিগঞ্জের মাধবপুরে কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডারের বিরুদ্ধে করোনা টিকা প্রদানে টাকার নেওয়ার অভিযোগ উঠেছে। টাকার বিনিময়ে জিল্লুর বিদেশগামীদেরও করোনার ভুয়া সনদ করে দেন। আর এসব সনদ নিয়ে বিদেশগামী যাত্রীরা বিমানবন্দরে গিয়ে আটকে যাচ্ছেন, বাড়িতে ফিরে আসছেন।

এসব ঘটনা নিয়ে সামজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার হলে তা নিয়ে শুরু হয় আলোচনা। এ ব্যাপারে কমিউনিটি ক্লিনিক পরিচালকের (অতিরিক্ত সচিব) কাছে লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানিয়াপাড়া কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার জিল্লুর রহমান দীর্ঘদিন ধরে ক্লিনিকটি নিজের মনমতো চালাচ্ছেন।

এলাকাবাসী তার কাছ থেকে ওষুধ আনতে গেলে ৫০ থেকে ১০০ টাকা না দিলে ওষুধ মিলছে না। তার বাড়িতে দেওয়া হয় কভিডের টিকা। এমনকি বিদেশগামীদের ভুয়া সনদ দিয়ে হাতিয়ে নিচ্ছেন ৩ হাজার থেকে ১৩ হাজার টাকা। পরে তারা বিমানবন্দরে গিয়ে এই ভুয়া সনদ দেখালে তাদের আটকে দিচ্ছে বিমান কর্তৃপক্ষ।

পরে বিদেশগামীরা জিল্লুর রহমানের বাড়িতে গিয়ে এর প্রতিবাদ করেন। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় আলোচনা। গত রবিবার স্বাস্থ্য পরিদর্শক প্রিয় লাল ঘোষ সরেজমিন ক্লিনিক পরিদর্শন করতে গেলে জিল্লুর অফিস ফাঁকির বিষয়টি ধরা পড়ে। ওইদিন জিল্লুর কমিউনিটি ক্লিনিকে যাননি।

অফিস থেকে কোনো ছুটিও নেননি। জিল্লুরের স্থলে তার স্ত্রী দায়িত্ব পালন করছেন। তখন স্বাস্থ্য পরিদর্শক জিল্লুর কোথায় আছে জানতে চাইলে তার স্ত্রী জানান, তার স্বামী অসুস্থ। তাই তিনি দায়িত্ব পালন করছেন। পরে স্বাস্থ্য পরিদর্শক প্রিয় লাল ঘোষ ক্লিনিকের পরিদর্শন বহিতে মন্তব্য কলামে জিল্লুরের অনুপস্থিতিতে তার স্ত্রীর দায়িত্ব পালন করার বিষয়টি মন্তব্য ঘরে লেখেন।

জিল্লুরের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আরিছপুর গ্রামের শফিক মিয়া কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের (অতিরিক্ত সচিব) কাছে একটি লিখিত অভিযোগ করেছেন এবং জেলা সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কমকর্তার নিকট অনুলিপি দিয়েছেন।

আরিছপুর গ্রামের বাসিন্দা কমিউনিটি ক্লিনিকের জমিদাতার ছেলে মাসুম আহামেদ জানান, তার মা সম্প্রতি কমিউনিটি ক্লিনিকে ওষুধ আনতে গেলে তার মাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। আরিছপুর গ্রামের গৃহবধূ ফাহমিদা আক্তার, রাশিদা বেগম, আমিনা খাতুন জানান, কমিউনিটি ক্লিনিক থেকে যে প্রাথমিক সেবাটা পাওয়ার কথা সেটাও টাকা ছাড়া পাওয়া যায় না।

জিল্লুরের বাড়ির পাশে কমিউনিটি ক্লিনিক হওয়ায় জিল্লু কমিউনিটি ক্লিনিকে না গিয়ে মোশারফ কর্নার নামে বাড়িতে একটি ফার্মেসি চালান। প্রায় সময় জিল্লুরের জায়গায় তার স্ত্রী কমিউনিটি ক্লিনিকের দায়িত্ব পালন করেন। কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী মাহমুদ আক্তার জানান, তিনি ৩ দিন ক্লিনিকে আর ৩ দিন মাঠে দায়িত্ব পালন করেন।

জিল্লুর অনেকের কাছ থেকে ওষুধের নামে টাকা নেন। এই ব্যাপারে জিল্লুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ভাইরাল হওয়া ভিডিও এডিট করা। আর অভিযোগগুলো মিথ্যা। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক আল মামুন জানান, জিল্লুরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password