আবারো বিশ্ব ফুটবলে নিয়মে পরিবর্তন আনছে ফিফা

আবারো বিশ্ব ফুটবলে নিয়মে পরিবর্তন আনছে ফিফা

বদলে যাচ্ছে পৃথিবী সময়ের বিবর্তনে অনেক কিছুতেই এসেছে পরিবর্তন খেলাধুলাও এর বাইরে নয় দর্শকদের আগ্রহ ধরে রাখতে প্রতিনিয়ত কত কিছুই না করছে খেলার নিয়ন্ত্রক সংস্থা গুলো। টি-টোয়েন্টি ফরম্যাট বিশ্ব ক্রিকেটে যোগ করে নতুন মাত্রা। এবার ফুটবল সে পথে হাঁটছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ফুটবলের নতুন কিছু সংযোজন ক্ষমতা আছে শুধু তাদেরই ফুটবলকে আরো আকর্ষণীয় করতে বেশকিছু নিয়মে পরিবর্তন আনার কথা ভাবছে তারা। ইউরোপের চারটি ক্লাব পিএসবি, আজেদ আল্ক মার, লাইভ জি ও ক্লাব ব্রুজের অনূর্ধ্ব 19 দলের একটি টুর্নামেন্ট চলছে ফিউচার অফ ফুটবল কাপ নামে সেই টুর্ণামেন্টে কিছু নিয়মে পরীক্ষামূলকভাবে পরিবর্তন এনেছে ফিফা। এমন খবর দিয়েছে ইউরোপের বেশ কিছু গণমাধ্যম।

যদিও ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি তবে খবর প্রচারের পর তা নিয়ে কোনো আপত্তি জানায়নি ফিফা। নতুন নিয়ম গুলো কি সবার আগে খবরটি প্রচার করে খেলাধুলা বিষয়ক স্পেনের শীর্ষ পত্রিকা মুণ্ড দেপোরটিভো। তারা বলছে প্রস্তাবিত নিয়মে 90 মিনিটের পরিবর্তে খেলা হবে খেলা হবে 60 মিনিট প্রতি অর্থে খেলা হবে 30 মিনিট করে থ্রো ইন হবে পা দিয়ে কোন ফুটবলার হলুদ কার্ড দেখলে সাসপেনশন হবেন 5 মিনিটের জন্য বসে থাকতে হবে সাইডলাইনে ম্যাচ চলাকালীন ফুটবলার পরিবর্তনের কোনো বাধ্যবাধকতা থাকবে না।

আর বল মাঠের বাইরে গেলে খেলা বাধাগ্রস্ত হলে বন্ধ থাকবে ঘড়ি নতুন এ নিয়মগুলো এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে দর্শক সমর্থকদের মাঝে তাদের অধিকাংশই নিয়মগুলোর ব্যাপক সাড়া ফেলেছে দর্শক-সমালোচকদের মাঝে এরইমধ্যে অনেকেই এই নিয়মগুলো সমালোচনা করে বলেছেন এখন যে নিয়মে খেলা চলছে সেটাই আদর্শ এর আগে ভি এ আর প্রবর্তনের সময়ও হয়েছিল ব্যাপক সমালোচনা তবে ধীরে ধীরে এই প্রযুক্তি গ্রহণ করেছে বিশ্বের শীর্ষ লীগ গুলো প্রস্তাবিত নতুন নিয়ম গুলো আদৌ বাস্তবায়ন হবে কিনা তা জানতে অপেক্ষা করতে হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password