ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) ২০২২ইং এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মে) বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী (লাবু)। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, সৈয়দা সাজেদা চৌধুরীর একান্ত সহকারী সচিব শফিউদ্দিন আহমেদ, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান মোঃ ইশারত হোসেন, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ শওকত হোসেন মুকুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদ হাসান এমিলি প্রমুখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফুটবল টুর্নামেন্টে উপজেলার রামকান্তপুর ইউনিয়ন একাদশ ১-০ গোলে আটঘর ইউনিয়ন একাদশকে পরাজিত করে রামকান্তপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে এবং পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার দেয়া হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন