নরসিংদী প্রতিবেদক : “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনুর্ধ্ব-১৭ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শনিবার বিকেলে ১১ জুন মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী অ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন, নরসিংদী পৌরমেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালিব পাঠান।
প্রতিযোগিতায় বিজয়ী দলদ্বয়সহ অংশগ্রহণকারী দলসমূহকে অভিনন্দন জানিয়ে এবং প্রতিভাবান ক্ষুদে ফুটবলারগণ কর্তৃক প্রদর্শিত ফুটবলশৈলীর প্রশংসা করে সভাপতি তাঁর বক্তব্যে করোনা পরবর্তী সময়ে জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়াচর্চা সম্প্রসারণের ক্ষেত্রে বয়সভিত্তিক প্রতিযোগিতাসমূহ মুখ্য ভূমিকা পালন করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) নরসিংদী পৌরসভা ২-১ গোল রায়পুরা উপজেলাকে ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) রায়পুরা উপজেলা ১-০ গোলে নরসিংদী পৌরসভাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করেন প্রধান অতিথি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন