আল আমিন মুন্সী : নরসিংদীতে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে সদর উপজেলার শীলমান্দীর পালবাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলায় শীলমান্দীর পালবাড়ি এলাকায় ব্যবসায়ী খোকন প্রধানের সুতার ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে রাত ২টায় দিকে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে গোডাউনে থাকা মালামাল বিপুল পরিমাণ সুতার ঝুট পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ভুক্তভোগী খোকন প্রধান বলেন, এ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেলাম।
এসময় প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন তিনি। নরসিংদী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম জানান, গত রাত পৌনে ১১টায় এ অগ্নিকাণ্ডের বার্তা পেয়ে ১০মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌছায় আমাদের তিনটি ইউনিট। আদা ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে আসলেও দুই ঘন্টার মধ্যে আমরা আগুন নেভাতে সক্ষম হই। এ ঘটনায় ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষ বলা যাবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন