বন্যায় ক্ষতিগ্রস্থ দরিদ্র অসহায় পরিবারের হাতে পৌঁছালো সৌদির ত্রাণ সামগ্রী

বন্যায় ক্ষতিগ্রস্থ দরিদ্র অসহায় পরিবারের হাতে পৌঁছালো সৌদির ত্রাণ সামগ্রী

চরফ্যাশন এর প্রানপ্রিয় নেতা আলহাজ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদ্বয়ের বিশেষ আমন্ত্রণে সৌদিআরব বাদশাহ র পক্ষে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্হ্যদের মাঝে এান বিতরন। এসময় চরফ্যাসন উপজেলার উপকূলীয় এলাকার ৬০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

রোজ শুক্রবার (১১ জুন ২০২১ ) তারিখ বিকেলে চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ কুকরি-মুকরি, জাহানপুর ও চরমানিকা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তার প্যাকেট বিতরণ করছেন সৌদি আরব কর্তৃপক্ষ।প্রায়ই চরফ্যাসন উপজেলার জাহানপুর ইউনিয়নে ২০০, চরমানিকা ইউনিয়নে ২০০, কুকরি মুকরি ইউনিয়নে ৬০০ খাদ্যের প্যাকেট তুলে দেন ত্রাণ সংস্থাটির প্রতিনিধি দল।

এসময় উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, পৌর মেয়র মোঃ মোরশেদ, সাবেক পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, কুকরি-মুকরি চেয়ারম্যান ও চরফ্যাসন প্রেসক্লাব প্রেসক্লাব অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, চরমানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল্লাহ হাওলাদার প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


Lost Password