বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতীকী প্রতিবাদী ক্লাস নিয়েছেন শিক্ষকরা। রোববার (২৯ আগস্ট) দুপুরে ক্যাম্পাসে কলা ও অনুষদ বিভাগের সামনে এ ক্লাস নেওয়া হয়। স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ক্লাসে অংশ নিয়েছেন। আজ পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্লাস নেন পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানান, বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে আমরা এই কর্মসূচি পালন করছি। এখানে ধারাবাহিকভাবে অন্য শিক্ষকরা ক্লাস নিবেন। প্রতীকী এই ক্লাসে যেকোনো শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, ব্যবসা প্রতিষ্ঠান, বিনোদন কেন্দ্র, অন্যান্য প্রশাসনিক ও অর্থনৈতিক কার্যক্রম চালু থাকলে বিশ্ববিদ্যালয় কেন খোলা যাবে না বিশ্ববিদ্যালয়ের হলে আবাসিক শিক্ষক আছেন, অভিভাবক ও শিক্ষার্থীরাও করোনা বিষয়ে সচেতন। তাহলে বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া সবচেয়ে সহজ। ক্লাস নেওয়ার মাধ্যমে এটাই প্রমাণ করতে চাই যে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খোলা সম্ভব।
ক্যাম্পাস খোলা না পর্যন্ত এই কর্মসূচি চলতে থাকবে বলে জানান আয়োজক শিক্ষকরা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন