ইসরায়েলি হামলায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পরেছে গাজায়

ইসরায়েলি হামলায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পরেছে গাজায়

ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা অষ্টম দিনের মতো হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের ভারী হামলায় ক্ষতিগ্রস্ত গাজা শহরের ‘একটি বড় অংশ’ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আজ সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গাজা ইলেক্ট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, গাজা শহরের ‘একটি বড় অংশ’ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। শহরের দক্ষিণের একমাত্র বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ লাইন ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

এক ফেসবুক পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার কাজ চালিয়ে যাচ্ছে। তারা আরও জানিয়েছে, গত সপ্তাহে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে একাধিকবার তারা এই লাইন মেরামতের কাজ করেছে।

এক সপ্তাহ আগে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় ৫৮ জন শিশু ও ৩৪ জন নারীসহ অন্তত ১৯২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার জনের বেশি।

গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন, চলমান হামলা খুব শিগগির শেষ হবে না।

মন্তব্যসমূহ (০)


Lost Password