গিথর্ন : রাস্তাবিহীন অপূর্ব সুন্দর একটি ডাচ গ্রাম

গিথর্ন : রাস্তাবিহীন অপূর্ব সুন্দর একটি ডাচ গ্রাম

গিথর্ন গ্রামকে বলা হয়, নেদারল্যান্ডসের ভেনিস কেননা এই গ্রামটি দেখতে  ভেনিস শহরের মতো। এই গ্রামের মূল যোগাযোগ ব্যাবস্থা হচ্ছে জলপথ।৭.৫ কিঃমিঃ দীর্ঘ এই জলপথ, যা গ্রামের মধ্য দিয়ে বয়ে চলেছে। এছাড়াও এই গ্রামে আছে ৫০ টি কাঠের তৈরী সাঁকো।এই নালা গুলো সর্বচ্চো ১ কিঃ মিঃ পর্যন্ত বিস্তৃত। এই গ্রামটি প্রতিষ্ঠিত হয়েছিলো ১২৩০ সালে।তখন এই গ্রামের  নাম ছিলো  গিথেনহর্ন(Geytenhorn), কিন্তু কালের বিবর্তনে এই গ্রামের নাম বর্তমানে গিথর্ন(Giethoorn)।

গ্রামের মূল যোগাযোগ ব্যাবস্থা যেহেতু জলপথ, তাই এইখানে বেশ কয়েক ধরনের নৌকা দেখা যায়। যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় নৌকার নাম Penters যার ইংরেজি নাম Whispers Boats,আর এই নৌকাগুলো চলে ইলেক্ট্রিক মটরের মাধ্যমে তাই কোন প্রকার শব্দ হয়না বললেই চলে। অনেকটা আমাদের দেশের ইজি বাইকের মতো। এর ফলে গ্রামের শান্তির পরিবেশ বজায় থাকে। এইগ্রামের জনসংখ্যা ২৬২০ জন মাত্র।এই গ্রামের বাড়ি গুলো তৈরী হয়েছে ছোট ছোট দ্বীপের মধ্যে। যার চারপাশ দিয়ে বয়ে চলেছে পানি। গ্রামের বাড়ি গুলো তৈরী করা হয়েছে কাঠ দিয়ে, আর চাল হিসেবে ব্যবহার করা হয়েছে তার টালি দিয়ে।  গ্রামটিতে যদিও আগে খড়, গাছের পাতা জনপ্রিয় থাকলেও বর্তমানে মাটির টালি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password