নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর ঘোড়াশালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং বিভিন্ন স্বেচ্ছা সেবক সংগঠনকে সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
শনিবার বিকাল ৪ টায় ঘোড়াশাল পৌরসভার আয়োজনে পৌর অডিটরিয়াম সম্মেলন কক্ষে ঘোড়াশাল পৌরসভা মেয়র আল মুজাহিদ হোসেন তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পৌর মুক্তিযোদ্ধা কমান্ডর শ্রী পবিত্র চন্দ্র দাস।পলাশ উপজেলা যুবলীগের সহ সভাপতি-মোঃমাকসুদুর রহমান,পৌর কাউন্সিলর মোঃ ইমরান হোসেন।
কাউন্সিলর মোঃ বিল্লাল হোসেন। পলাশ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ ফরহাদ হোসেন প্রমুখ। পৌর স্বেচ্ছা সেবক লীগের আহবায়ক সৈয়দ জয়নাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার বলেন, মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সমগ্র জাতি একসূত্রে গ্রথিত হয়েছিল।
এর ফলে স্বাধীনতা সার্বভৌম বাংলাদেশের সৃষ্টি হয়। বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতির নন। তিনি বিশ্বের নির্যাতিত, নিপীড়িত ও শোষিত মানুষের প্রতীক।স্বাধীনতাবিরোধী চক্র এখনও দেশবিরোধী ষড়যন্ত্র করছে। তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লড়াই করে যাচ্ছেন। এজন্য মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন