টেকনাফ সীমান্তে মিয়ানমারের ওপারে ফের গুলি ও মর্টারের শব্দ

টেকনাফ সীমান্তে মিয়ানমারের ওপারে ফের গুলি ও মর্টারের শব্দ

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের ওপারে ফের গুলি ও মর্টারের শব্দ শোনা গেছে। উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবুনিয়া সীমান্তে স্থানীয় লোকজন বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলির আওয়াজ শুনেছে। উলুবুনিয়া গ্রামের বাসিন্দা জাফর আলম বলেন, ‘সাড়ে ৭টার দিকে ১০ থেকে ১২টি গুলির আওয়াজ শুনেছি।

দু-একটি খুব বিকট শব্দ ছিল। আমরা ভয়ে আছি এখানে। ’ হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের মেম্বার সিরাজুল মোস্তফা লালু বলেন, ‘আমি নিজেও বিকট শব্দে গুলির আওয়াজ শুনেছি। সম্ভবত মিয়ানমারের শীলখালী এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এর আগেও গত মঙ্গলবার উলুবুনিয়া ও হারাংঘাঘোনা সীমান্তে গোলাগুলির শব্দ শোনা গিয়েছিল। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। ’ এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তে গোলাগুলির শব্দ ছয় দিন ধরে বন্ধ রয়েছে। তমব্রু সীমান্ত এলাকার বাসিন্দারা এখন অনেকটা স্বস্তিতে আছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password