অসহায়দের হাতে ‘ব্যাকড’র ঈদের খুশি

অসহায়দের হাতে ‘ব্যাকড’র ঈদের খুশি



২০১৬ সালে ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় এইচএসসি-১৪ ব্যাচের কয়েকজন তরুণের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর কোস্টাল ডেভলপমেন্ট’ (ব্যাকড)। তারা "বেঁচে থাকুক মানবতা, বেঁচে থাকুক মনুষ্যত্ব" এই প্রতিপাদে বিগত পাঁচ বছর ধরে প্রতি ঈদে ধারাবাহিকভাবে সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।এবার ষষ্ঠ বারের মতো আয়োজিত হয়েছে এই কার্যক্রম।প্রায় একশ দরিদ্র অসহায়দের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে খাবার ও ঈদের পোশাক বিতরণ করা হয়েছে। চাল, ডাল, তেল, পেয়াজ, সেমাই ও ঈদের পোশাকসহ প্রায় এক হাজার টাকা মূল্যমানের এক একটি প্যাকেট বিতরণ করা হয়।


“বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর কোস্টাল ডেভলপমেন্ট” ২০২০ সালে করোনাকালীন সময়ে অসহায়দের জন্য সহায়তা কার্যক্রমকে ভিত্তি করে প্রতিষ্ঠা পাওয়া একটি জনসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন। অত্যন্ত গোছালো ও নিয়মতান্ত্রীকভাবে টার্গেট এরিয়ায় গিয়ে প্রকৃত অসহায়দের নাম লিস্টেড করে কার্ড দিয়ে আসা হয়। এরপর যথা সময়ে অতি দ্রুত তা সবাইকে বিতরণ করা হয়। এইবার দুইদিন ব্যাপি চলে এই কার্যক্রম। এই কার্যক্রমে ১১ ও ১২ মে দরিদ্রদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ ও বাচ্চাদের মধ্যে ঈদের পোশাক বিতরণ হয় । এ ছাড়াও সংগঠনটির উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদের দিনও খাদ্য বিতরণ করা হয়।


কার্যক্রমের উদ্যোক্তাদের একজন এফ সালমান রহমান সান জানিয়েছেন – বিগত পাঁচ বছর ধরে চরফ্যাসন উপজেলার বিভিন্ন অঞ্চলে ‘ঈদের আগে এ সহায়তা কার্যক্রম’ পরিচালনার ধারাবাহিকতায় এ বছর চরফ্যাসনের সর্বদক্ষিণের মাইনুদ্দিন ঘাট ভেড়িবাঁধ এলাকার সুবিধাবঞ্চিতদেরকে সহায়তা প্রদান করা হয়েছে। একই সাথে ঈদের দিন নদী পাড়ের ভেড়িবাঁধ এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালিত হবে। এছাড়াও ভবিষ্যতে প্রতি বছর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ কার্যক্রম পরিচালিত হবে বলেও জানান তিনি। বিশেষভাবে এ কাজের সাথে যুক্ত ছিলেন –  এফ সালমান রহমান সান, মো. হাছিবুর রহমান, আকিব হাসান, সালমান জিহান, নাদিম ইসলাম, আল আমিন ফাহিম, সাদিদ হামিম, মাহবুবুর রহমান, আব্বাস হোসেন, জামশেদ রহমান, অন্তু, মুহিব হাসানসহ আরও অনেকেই। স্বতস্ফুর্তভাবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তারা কাজ করেছেন বলে জানিয়েছেন। আসছে কুরবানীর ঈদ উপলক্ষেও ‘ব্যাকড’র এর উদ্যোগে গরু কুরবানী দিয়ে দরিদ্রদের মধ্যে মাংস বিতরণ করা হবে জানিয়েছেন তারা।

মন্তব্যসমূহ (০)


Lost Password