নওগাঁ নিয়ামতপুরে ভূতাহারা তেঁতুলপাড়া মোড় হতে মিশন পর্যন্ত কাঁচা রাস্তার ডাবল সোলিং কাজ শুরু হলো আজ।
উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ফরিদ আহম্মেদ উপস্থিত থেকে কাজের শুভ সূচনা করেন।
এসময় উপজেলা প্রকৌশলী নূর সিদ্দিকী, ভূতাহারা চার্চের পাল পুরোহিত ফাদার লুইস পেরেরা, ফাদার স্বপন, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, কাজটি শুরু করতে পেরে ভাল লাগছে। গত বছর কোন এক বর্ষার রাতে হোম কোয়ারেন্টিনে থাকা পরিবারের খোঁজ খবর নিতে এসে মেইন রোডে গাড়ি রেখে টর্চ জ্বেলে পুরোটা পথ হেঁটে আসতে হয়েছিল। একইভাবে আবার ফিরে যাওয়া! এত কর্দমাক্ত রাস্তা যে অনেকবার মনে হয়েছে আর বোধ হয় এক পাও এগুতে পারবনা!
সেটাতো ছিল আমার মাত্র একদিনের কষ্ট। প্রতিদিনই এলাকাবাসী এবং মিশনে আসা অসংখ্য মানুষকে নিশ্চয় কষ্ট পেতে হয়েছে। আশা করি এ বর্ষাতে তারা ভাল থাকবে। আর কিছুদিনের অপেক্ষা।
কৃতজ্ঞতা মাননীয় খাদ্য মন্ত্রী মহোদয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রকৌশলী, সদর ইউপি চেয়ারম্যান, ফাদার লুইসসহ এলাকাবাসী সকলের প্রতি যাদের একাত্মতা এবং আন্তরিক সহযোগিতার মাধ্যমে উপজেলা পরিষদের এডিপির আওতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন