সালমান এফ রহমানের ওষুধের গাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

সালমান এফ রহমানের ওষুধের গাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সদ্য গ্রেফতারকৃত সালমান এফ রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠানের গাড়ি থেকে তিন হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছেন শিক্ষার্থীরা। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকা থেকে বেক্সিমকো ফার্মার একটি গাড়িতে তল্লাশি চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবাসহ চালককে আটক করে পুলিশে দেওয়া হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ঢাকামুখী লেনে জরুরি ঔষধ পরিবহণের কাজে ব্যবহৃত একটি ক্যাভার্ডভ্যানকে দূর থেকে প্রথমে থামানোর জন্য সিগন্যাল দেন শিক্ষার্থীরা। সিগন্যাল অমান্য করে কাভার্ডভ্যানের চালক গতি বাড়িয়ে দিলে প্রায় ১০০ গজ দূরে থাকা অন্য শিক্ষার্থীরা বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে গাড়িটি থামাতে সক্ষম হন।

এরপর গাড়িটির পেছনের ডালা খুলে ভেতরে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভিতরে স্কচটেপ পেঁচানো অবস্থায় পাওয়া যায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট। পরে পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থীরা উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও আটক কাভার্ডভ্যানচালক সোহাগকে (৩৫) গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। আটক কাভার্ডভ্যান চালক সোহাগ নওগাঁ জেলার সদর উপজেলার তেলাওয়াতপুর ইউনিয়নের জেল হক মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় পলাতক রয়েছেন অজ্ঞাত একজন।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব খান জানান, শিক্ষার্থীরা প্রতিদিনের মতো মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনে তল্লাশি চালানোর সময় বেক্সিমকো ফার্মার একটি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত ইয়াবাসহ একজনকে আটক করে থানায় সোপর্দ করেছেন। তবে শিক্ষার্থীদের তল্লাশি চলাকালে পালিয়ে গেছেন অজ্ঞাত একজন। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছে পুলিশ। এছাড়া জব্দকৃত ইয়াবা ও কাভার্ডভ্যান পুলিশের হেফাজতে রয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password