ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিকের বিরুদ্ধে আনিত মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে হাজার হাজার জনগণ আজ মঙ্গলবার আজিমপুর বাসস্ট্যান্ড থেকে দক্ষিণ সিটি কর্পোরেশনের আঞ্চলিক শাখা পর্যন্ত বিশাল এক মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবি, স্যার সলিমুল্লাহ মুসলিম এতিম খানার চলমান দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের জনপ্রিয় এ কাওন্সিলরের বিরুদ্ধে একদল ষড়যন্ত্রকারী উঠে পড়েছেন। তারা ব্যাপক জনপ্রিয় এ নেতার বিরুদ্ধে জমি দখল, ফ্লাট দখল, টেন্ডারবাজি, ভীতি ছড়ানো, ব্যাংকের টাকা জালিয়াতি, এতিমখানার সম্পত্তি দখলসহ নানা মিথ্যা অভিযোগ তোলেন। এলাকাবাসীর সাথে আলোচনা করে দেখা যায় এসব মূলত প্রতিহিংসার উপর ভিত্তি করে রচিত হয়েছে।
তারা বলেন মানিক ভাই আমাদের সকল বিপদে আপদে সাথে থেকে সহযোগিতা করেন। যেকোনো সময় দৌড়ে আসেন সবার বিপদে। তিনি ২৬ নং ওয়ার্ডের নিবেদিত প্রাণ। তার কার্যক্রমের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য কাজ হলোঃ হাজী আব্দুল আলিম ও রসুলবাগ পার্ককে ডিজিটাল পার্কে পরিণতকরণ, বিভিন্ন জায়গায় অবৈধ পার্কিং তুলে পার্কিং এর জন্যে সুন্দর ব্যবস্থাকরণ, রসুলবার্গে একটি মনোরম পাঠাগার, জিমনেসিয়াম, কফিশপ ও মহিলামহলের ব্যবস্থাকরণ, পলাশী মসজিদ মার্কেট ও আজিমপুর পাবলিক টয়লেট আধুনিকীকরণ, পলাশি কোয়ার্টারে দীর্ঘদিনের পানি সংকটের সমাধানে একটি পাম্প তৈরি, আজিমপুর কবরস্থানের সংস্করণ,
আজিমপুর বাস স্ট্যান্ড থেকে আজিমপুর বটতলা পর্যন্ত ৪০০ মিটারের রাস্তা নিজ দায়িত্বে সংস্করণ, এছাড়া ২৬ নং ওয়ার্ডের অলিগলির প্রায় সব রাস্তা মেরামত করেন এবং এ ওয়ার্ডের ২৯ টি মসজিদ নির্মাণে ভূমিকা রাখাসহ আরো অনেক জনহিতকর কাজ। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বর্তমান কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারকারী এ চক্রের বিরুদ্ধে দ্রূত আইনি পদক্ষেপ গ্রহণ করতে এলাকাবাসী সরকারের কাছে আহ্বান করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন