যশোরের শার্শায় শ্বাসরোধ করে হত্যার শিকার ইস্রাফিলের খুনিদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও নিহতের স্বজনরা। শুক্রবার বিকাল ৪ টায় শার্শার কাশিয়াডাঙ্গা মাঝের পাড়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ৫ শতাধিক নারী,পুরুষ অংশ নেয়।
এর আগে ইস্রাফিল নিখোঁজ হলে দুই দিন পর গত (২৯ আগস্ট) শার্শা থানায় অভিযোগ দায়ের করেন তার স্ত্রী রোজিনা বেগম। নিখজের ৬ দিন পর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তার মরদেহ গ্রামের একটি কবর স্থান থেকে উদ্ধার ও হত্যার সাথে জড়িত এক নারীসহ ৩ জনকে আটক করে। আটক ও নীহতের বাড়ি শার্শার কাশিয়া ডাঙ্গা গ্রামে।
এদিকে মানব বন্ধনে নিহতের স্ত্রী রোজিনা বলেন, স্বামীকে হারিয়ে ৪ ছেলে নিয়ে তিনি অসহায় হয়ে পড়েছেন। তাদের দেখার আর কেউ থাকলো না। স্বামীকে তো আর ফিরে পাবো না।।কিন্তু তার হত্যাকারীদের দ্রুত যেন আইনের আওতায় এনে ফাঁসি হয় তার দাবি তোলেন।
মানবন্ধনে উপস্থিত সাবেক ইউপি সদস্য বলেন, এটা জঘন্য হত্যাকান্ড। টাকার লোভে যারা এ হত্যা সাথে যুক্ত হয়েছে সবাইকে যেন দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন