খুলনায় প্রতিমা, মন্দির ভাংচুরের প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন

খুলনায় প্রতিমা, মন্দির ভাংচুরের প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন

খুলনার রূপসা উপজেলার প্রতিমা, মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের অর্ধশত বাড়ি ও দোকানে ভাঙচুরের করা হয়।। 

উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী গ্রামে শনিবার বিকেল পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, স্বেচ্ছাসেবক ও যুব মহাজোট , টি এস এস, জাগো  হিন্দু পরিষদ কমলগঞ্জ শাখার আয়োজনে শুক্রবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় উপজেলা ময়না চত্বর সম্মুখে এই মানববন্ধন ও প্রতিবাদ  সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে বাংলাদেশ জাতীয়  হিন্দু মহাজোট সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ এর সঞ্চালনায়

বক্তব্য রাখেন, টিএসএস এর আহ্বায়ক রিপন চক্রবর্তী, স্বেচ্ছাসেবক মহাজোটে সাধারণ সম্পাদক রাম সিং, জাগো হিন্দু পরিষদের সভাপতি ও কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়,মহাজোট কেন্দ্রীয় কমিটির মানব সম্পদ বিষয়ক সম্পাদক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী,  মানববন্ধন সভাপতি জাতীয় হিন্দু মহাজোট সভাপতি অর্জুন দেবনাথ নিধু প্রমুখ।  

এসময় বক্তারা বলেন, সকল হিন্দু মন্দির, মঠ, আশ্রমে নিরাপত্তা প্রদান ও ভাঙচুর, লুটপাট জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবী জানান এবং আসন্ন দূর্গা পূজায় তিনদিনের সরকারি ছুটি প্রদানের দাবি জানানো হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password