দোকান খোলার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

দোকান খোলার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

লকডাউন আমরা মানি না। গত বছর লকডাউনে আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন, স্বাস্থ্যবিধি মেনে যাতে দোকান খুলতে দেয়া হয়। নইলে ব্যবসায়ীদের না খেয়ে মরতে হবে।’

মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে এসব কথা বলেন সিরাজগঞ্জ শহর ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মোস্তফা।

তিনি বলেন, ‘আগামীকাল সকাল থেকে আমরা দোকান খুলব। বাধা দিলে প্রয়োজনে স্বেচ্ছায় কারাবরণ করব। তবুও আমরা না খেয়ে মরতে রাজি না।’

শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন বলেন, ‘গত বছর এই দিনে আমরা ব্যবসা করতে পারিনি। এবারও সরকার লকডাউন দিয়েছে। এবার দোকান খুলে না দিলে আমাদের না খেয়ে মরতে হবে। দাবি না মানলে সামনে আমরা কঠোর আন্দোলনে যাব।’

সিরাজগঞ্জ শহর ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফেরদৌস রবিনের সঞ্চালনায় এ কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন- ফরিয়াপট্টি ব্যবসায়ী সমিতির সভাপতি রফিকুল ইসলাম খান, রড সিমেন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম, ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সভাপতি শহীদ কামাল লিটন, সাধারণ সম্পাদক মোবারক আলী, দোকান কর্মচারী সমিতির সভাপতি আলাউদ্দিন আহমেদ প্রমুখ।

এতে শহরের সর্বস্তরের ব্যবসায়ীরা অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল সিরাজগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মন্তব্যসমূহ (০)


Lost Password