এখনো লাঠির সাহায্যে কিছুটা হাঁটতে পারেন। তাই লাঠিতে ভর দিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিলেন ৯০ বছরের বৃদ্ধা আমরতজান। ভোট দিয়ে বললেন, 'আর কোনো ভোট দেওয়ার সুযোগ পাবো কি না জানি না। তাই শেষ ইচ্ছা পূরণ করে গেলাম।'বৃদ্ধা আমরতজান ভেদরগঞ্জ পৌরসভার ২নম্বর ওয়ার্ডের মৃত নেওয়াজ আলী বেপারী ওরপে রাজার স্ত্রী। প্যাসিফিক স্কুল কেন্দ্রের ভোটার। দুপুর ২টায় কেন্দ্রে এসে ভোট দেন তিনি।
ভোটার আমরতজান বলেন, 'জীবনে অনেক ভোট দিয়েছি। বয়স তো কম হল না। হাঁটতে পারি না বয়সের ভারে। অনেক অসুস্থ। তারপরও ভোটের কথা শুনে মনটা যেন কেমন করে উঠল। রাতে নাতি জামাইকে বলি ভোট দেওয়ার কথা। ও নিয়ে আসবে বলে। বেশি হাঁটতে পারি না অর্ধেক হেটে ওসেছি আর অর্ধেক নাতি জামাইয়ের কোলে করে এসেছি। মনে যাকে ধরছে তাকেই দিয়েছি। আর তার জন্য দোয়া করেছি।'
নাতি জামাই বলেন, রাতে নানী বলে ভোট দিবে। নানীর শেষ ইচ্ছাও হতে পারে। আবার পাচঁ পর্যন্ত বাঁচবে কী না জানি না। তাই সকালে রিকশা দিয়ে নিয়ে এসেছি। এখনে এসে কিছুটা কোলে করে আনার পর নিজে হেঁটেই কেন্দ্র গেলেন ভোট দিতে। নিজেই দিয়েছেন নিজের ভোট।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, শরীয়তপুরের ভেদরগঞ্জ, নড়িয়া ও জাজিরা পৌরসভায় শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন