‘আমার জীবন ভিক্ষা চাই’ ফেসবুকে নারীর কান্নার ভিডিও ভাইরাল

‘আমার জীবন ভিক্ষা চাই’ ফেসবুকে নারীর কান্নার ভিডিও ভাইরাল

নরসিংদীতে ফেসবুক লাইভে এসে কান্না করেন আমেনা আক্তার চুমকি নামের এক বোরকা পরিহিত নারী। তিনি লাইভে এসে স্বামীর বাড়ির নির্যাতনের কথা বলেন। ইতিমধ্যে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। লাইভে ওই নারী বলেন, আমি জীবনে সুখ কি জিনিস বলতে পারি না। আমার শাশুড়ি, দেবররা খুবই অত্যাচার করে আমাকে।

কিছুদিন আগে আমার দেবর আমার সাথে অসামাজিক কাজ করতে চেয়েছিল। তা নিয়ে বিচার বসার কথা। কিন্তু পরে আর তা নিয়ে কোন বিচার হয়নি। আমি এলাকার কারো কাছে বিচার পাইনি। আমি কারো কাছে গিয়েও বিচার চেয়ে পাইনি। আমার দেবর আমাকে প্রায় সময়ই নির্যাতন করে। আমার বাড়ি নোয়াখালী, এখানে (নরসিংদী) আমার কোন লোক নাই। আমার শ্বশুর বাড়ির লোকজন খুব নির্যাতন করে। আমি আমার জীবন ভিক্ষা চাই।

লাইভে নারীর সাথে আরেকজন ছিলো, ওই নারী তার মেয়ে বলে দাবি করেন। সাথের ওই মেয়েও তার মাকে নির্যাতনের কথা বলে। তারপর তারা বিচার চেয়ে কান্না করেন। তারপর সেই ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

ভিডিও-


মন্তব্যসমূহ (০)


Lost Password