গাজীপুরের কালীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মসজিদের ইমাম ও ধান কাটার শ্রমিক নিহত হয়েছেন। ধানের বোঝা নিয়ে যাওয়ার সময় শ্রমিককে ইমামের মোটরসাইকেল ধাক্কা দিলে তারা দুইজন মারা যান। বুধবার বিকালে কালীগঞ্জ কাপাসিয়া সড়কের বক্তারপুর ইউনিয়নের পৈলানপুর বটতলা এলাকা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোটরসাইকেল চালক ইমাম সোহেল হোসেন ও শ্রমিক নূর ইসলাম ।
নিহত ইমাম সোহেল হোসেন উপজেলার জাংগালিয়া ইউনিয়নের বাঙ্গালগাঁও গ্রামের মৃত আশু নেওয়াজের ছেলে। তিনি বক্তারপুর ছোট দেওলিয়া জামে মসজিদের ইমাম ছিলেন। শ্রমিক নূর ইসলাম জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ঝিকাতলা গ্রামের মৃত আকাব আলী শেখের ছেলে । সে দুই সন্তানের জনক। ধান কাটার জন্য তিনি গাজীপুর এসেছিলেন। নিহত নূর ইসলামের ছোটভাই রবিউল জানান, এক সপ্তাহ আগে তার বড়ভাই পেটের দায়ে কাজের সন্ধানে গাজীপুরের কালীগঞ্জ আসেন। ভাইয়ের বড় আশা ছিল কাজ করে টাকা নিয়ে পরিবারের মুখে হাসি ফুটাবেন। সে আশা আর পূরণ হলো না নূর ইসলামের।
জানা যায়, উপজেলার মৃত আব্দুল মান্নানের ছেলে বাজিমউদ্দিনের ক্ষেতের ধান কেটে বোঝা নিয়ে বুধবার দুপুরে কৃষকের বাড়ি নিয়ে যাচ্ছিলেন নূর ইসলাম। পথে ইমামের মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে দুইজন ছিটকে পড়ে গুরুতর রক্তাক্ত জখম হন। স্থানীয় লোকজন তাদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক নূর ইসলামকে মৃত ঘোষণা করেন। অপর ইমাম সোহেলের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে কালীগঞ্জ থেকে ঢাকা নেয়ার পথে ইমাম সোহেলও মারা যান। এ বিষয়ে কালীগঞ্জ থানার (ওসি ) একেএম মিজানুল হক জানান, দুর্ঘটনার কথা শুনেছি। এখানো পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন